মানুষ ধরার মাঝে একসাথে রয়,
সুখেদুখে মিলেমিশে কতকিছু সয়।
নর ও নারীর মনে রয়েছে তো মিল,
একে অপরের সাথে দিলে মিলে দিল।


শৈশবে সাথী চায় যৌবনে পতি,
শেষকালে হতে চায় সাধু আর সতী।
বিধবার রথে তাই হাওয়া খেতে যায়,
ঝটিকার জলে ভিজে ভুবন মাতায়।


সাধু বেশে এসে কতো রথি মহাজন,
বরষার জলাধারে রয়েছে মগন।
বিরস বয়স ভারে কাঁদিবার চেয়ে,
এসো তবে কাল হরি মনোতরী বেয়ে।


ভরা যৌবন কাটে মেতে রঙ- রসে,
নর-নারী শেষ কালে প্রভু ধ্যানে বসে।
ধনী পাপ করে সাফ কাশী হজ্বে গিয়া,
কালো টাকা সাদা করে জুড়ে যায় হিয়া।


প্রতিবেশী অনাহারী পায় না খাবার,
তাদের ত্যাগিয়া ছুটে কা'বাতে আবার।
আপন স্বজন যদি থাকে দুখ লাজে,
আরাধনা করো যতো আসিবে না কাজে।