সন্ধ্যা তারা
বেলাল উদ্দীন

আঁধার শেষে আলোর রেখা
করবে ভুবন আলো,
সেই আলোতে দূর হবে কী
অশান্ত সব কালো?

অশান্ত এই ভাগ্যাকাশে
পাইনি সুখের দেখা,
জানিনা তো কোন্ দিগন্তে
ফুটবে আলোর রেখা!

আগামী দিন কেমন কাটবে
কেউ জানে না আগে,
সুখপাখিকে পাবার জন্য
সবার আশা জাগে।

শেষ জীবনের প্রান্তে এসে
বসে আছি একা,
এই জীবনে পাবো কী আর
সুখ পাখিটির দেখা?

ওই দেখা যায় অস্তপারে
সন্ধ্যা তারা ফুটছে,
জীবন ঘড়ি নাই তো থেমে
টিক টিকিয়ে ছুটছে।