চলছে জীবন নিজ গতিতে আপন কাজে
                   চলতে দাও,
যেমন করে নৌকা চলে স্রোতের মাঝে
                    চলুক নাও।


ফুল ফোটে ওই গোলাপ বাগে সুবাস ছড়ায়
                    ধরার পর,
সকল মানুষ নিজের উপর আজকে ধরায়
                  করুক ভর।


ছুটছে যারা ধনের পিছে লুটছে তারা
                   দেশের ধন,
রঙিন ঘুড়ি উড়বে কি আর করছে যারা
                     আজকে পণ?


আঁধার শেষে আসবে কি আর মানব মাঝে
                     রঙিন দিন?
নতুন করে বাজবে কি আর সকাল সাঁঝে
                    সুখের বীণ?


অহংকারীর দর্পচুর্ণ করবে কে আজ
                   এই দেশে,
প্রতিষ্ঠানের প্রধানগণ সব করছে তো রাজ
                  আজ হেসে।