আলোর শেষে আসছে আঁধার নেমে
তবু'ও তো হয় না চলার শেষ,
ভবের হাটের সাঙ্গ হবে খেলা
চলছে মানুষ নিজের মত বেশ।


ওই যে আকাশ কালো মেঘে ভরা,
কখন জানি আসতে পারে ঝড়,
মোহের বশে ছুটছো মায়ার পিছে
করছে না কেউ ধরায় মরার ডর!


মাঝিরা সব ফিরছে বাড়ি ভয়ে
করালগ্রাসে হানবে নদীর ঢেউ,
যে পেয়েছে আগাম বার্তা ঝড়ের
সে বেঁচেছে মরবে ঝড়ে কেউ।


আঁধারের পর উঠবে রবি হেসে
সেই প্রতিক্ষায় থাকে চাষীর দল,
ভোর বিহানে বকুল ফুলের ভীড়ে
দেখবে ফুলে ভ্রোমর অলির ঢল!


বলছে খোকা থাকব না মা ঘরে
নিজের মত ঘুরতে আমি চাই,
হোক না আঁধার হোক না কালো
প্রকৃতিতে স্নিগ্ধ পরশ পাই।