তুমি কী আসিবে?
বেলাল উদ্দীন


অলকে রেখেছো ঢেকে
চমকিছে থেকে থেকে
বিধাতার সীমাহীন অপরূপ সৃষ্টি
শোনো ওগো প্রিয়তমা
অপরাধ করো ক্ষমা
অধরের কোণে তব পড়েছিল দৃষ্টি।


দেখেছি যেদিন আমি
ঘুমহীন দিবা-যামী
তোমাকেই পড়ে মনে কী নামে যে ডাকি?
রাখিব যতন করে
আসো যদি মম ঘরে
সোনার চাদরে আমি রাখিব গো ঢাকি!


হৃদয়েতে প্রেম যতো
থরে থরে দেবো ততো
তোমার সকাশে আজ লিখেছি কবিতা,
প্রাণের প্রেয়সী তুমি
কবিতাতে যাই চুমী
তুমি কী আসিবে কাছে বলো না সবিতা?