ভয়াল স্মৃতি
বেলাল উদ্দীন


হেরেছি অনেক কেঁদেছি ব্যথায়
ভেসেছি আঁখির জলে,
ভয়াল স্মৃতির বিষগুলো আজো
বিঁধে হৃদয়ের তলে।


হৃদয়ের সব ভালোবাসা যারে
দিয়েছি উজাড় করে,
অবশেষে আজ বেদনার লাজ
পোড়ে এ হৃদয় ঘরে।


দুখের পাহাড় বক্ষে রেখেছি
যাতনায় যাই মরে,
প্রেমের পশরা দিয়েছে বেদনা
এই জীবনের 'পরে


বিরহে থেকেছি একাকী ভুগেছি
পুড়িয়া হয়েছি ক্ষত,
বহুকাল ধরে বেদনার ঘরে
কেঁদেছি রাধার মত।


আজো মনে পড়ে বিদগ্ধ সেই
পুরান দিনের স্মৃতি,
হদ অন্তরে কাঁপন জাগায়
অবৈধ সেই প্রীতি।