গেলাম যে কোনো অবাক লোকদের মেলায়
পেলাম না শুনো, পোশাক তাদের গায়!
আমি তা দেখে হই তাজ্জব! করি "হায় হায়!"
বলি হা করে, "ওই ইজ্জত ছাড়ি, যায় যায়!"
.
তারা হাসে আর বলে, "আহ, ভাই! আজ দেখেন না যেই গরম!"
আমি চোখে দিয়ে দু'হাত! বলি, "জলদি ঢাক! থাকলে তোদের শরম!"
ওরা নাচে তার তালে, "নাহ, নাই লাজ! বুঝেন না এই মরম?"
আমি নাকে নিয়ে দূর্গন্ধ! চলি, ফিরতি পাঁক! ভুলতে ওদের মাতম!
.
আমি বুঝলাম! ফিরে আসলাম! কথা না বাড়ালাম কয়েক আর!
"শীতের সাঁঝেও বস্ত্রহীন কেন ওরা?", লজ্জা করবে কার কার?
ভাবি থামলাম, নীড়ে ফিরলাম! মাথাটা নাড়ালাম দু'য়েক বার!
"ভীড়ের মাঝেও হায়াহীন যেন তারা", মজ্জা লুটছে বারবার!
.
এখন সত্যি সত্যি গরমে, লোকসব করছে হাহুতাশ চরমে!
গজব কি আসলো তবে? আজব ঐ লোকদের কারণে?
তখন দিবারাত্রী লগনে, ধর্ষণ রব করছে রাহুগ্রাস বদনে!
সরল ঝি মরলো শেষে, গড়ল অথৈ পাথারের গহীনে!
.
.
.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#লেখার_সময়কাল:
⚫২৪ শে মে, ২০১৭ ঈসায়ী⚫
🕥 রাত-১০:৩০ টা 🕥