পতিতারা তো দেহ বেচে বাঁচে জীবিকার তাগিদে তুচ্ছ ওরা!
তুই তো বেশ্যা, পতিতালয়ের পতিতার চেয়েও জঘন্য-নোংরা!
আজ এর কাছে যাস, কাল ওর কাছে ইজ্জত বিলাস!
তুই তো রাস্তার খা***-মা**, তাই তো তারে-ওরে চাস!
..
যেই আমি ছিলাম পুরোপুরি তোর আওতার বাইরে।
সেই আমিই ফেঁসেছিলাম তোর মিথ্যে মায়াজালে!
কাঁদতে কাঁদতে পাগলীপ্রায় এসেছিলি আমারই সামনে।
মূর্ছাতে মূর্ছাতে প্রাণ যায়, বলেছিলি তোরে বুকে টানতে।
..
আমি হাদারাম, তবু ঢের ভালো! তোর সতীত্ব লুটতে চাইনি!
তুই নিমকহারাম, নিষিদ্ধভাবে তোর কামনা মিটানো ডাইনী!
আমি চেয়েছিলাম তোরে বিয়ে করতে, নিষিদ্ধ প্রেম চাইনি!
তুই কি চেয়েছিলি শুধু ক্ষুধা মিটাতে? দ্বিধা ছিল! আমি বুঝিনি!
..
আজ সব পরিষ্কার, ফাঁস হলো তোর সব ব্যভিচার-কারবার!
পারি জমালি এপাড় ছেড়ে আরেক পাড়! আলাদা পথ যার যার,
হয়েছি অনেক ছারখার! কিন্তু নেয়েছি মেনে, যা ছিল হবার!
আমি করিনা আর হাহাকার, 'হো হো' করে হাসি এখন বারবার!
..
আমার অট্টহাসি তোর কানে যায়, জ্বলেপুড়ে তুই মৃত্যু শয্যায়!
তোর মুখপানে থু থু মারি, ভুলেও আসিস না আর আমার ধায়!
পথে পথে লাত্থি খেয়ে খেয়ে এবার আসছিস কেন ফিরে পায়ে পায়?
ধারে ধারে 'ধুর ধুর' হয়ে গিয়ে পড়বি পড় তুই নরকের অগ্নিশিখায়!
.
▬▬
[#উৎসর্গ: সেইসব ভাইদের, যাঁদের জীবনে ছলনাময়ী বিশ্বাসঘাতিনী কারো আগমন ঘটেছিল। ]
▬▬
#লেখার_ সময়কাল:
⚫ ২১শে মে, ২০১৭ ঈসায়ী⚫