বারুদের গন্ধ সরিয়ে
পূর্নিমা রাতে
যখন রুপালী আলো
সবপ্ন আঁকবে পৃথিবী বুকে;
যখন যুদ্ধ তন্দ্রা বাঁকে  
ঢেউ ওঠবে শান্ত পৃথিবীতে ,
সেবার লিখো কবিতা ।  


চাঁদকে ঝলসানো
রুটি মনে করা
অনাহারী কংকালসার প্রাণগুলি,
যখন সোনালী সবপ্নে
হেসে হেসে পাবে খাবার ,
তখন কবিতা লিখো ।


যুদ্ধবোমার কালধোঁয়া সরে
যেদিন পূর্নিমা নামবে আবার ,
যুদ্ধের দাবানল নিভে
পৃথিবীর গোলাপী বাগানে
ঝরবে চাঁদের আলো,
পৃথিবী হবে কাব্যময়,
সেদিনই লিখো কবিতা ।
       …………