আজ সবস্তির নিশবাস
বইছে বাতাসে বাতাসে ,
তবু মনে ভাসে
নীলচাষীর বেদনা,
দেশবাসীর আর্তনাদ
কিংবা
বিপ্লবীদের যাতনা।
শেতাংগদের অত্যাচার
সয়েছে বারবার
দেশবাসী ,
তাই প্রতিবাদে ধবনিত  
হয়েছে প্রতিবার নানা ভাষাভাষি।
বহু ঝরেছে রক্ত  
ভূমি বুকে;
খাতার পাতায় বর্ণপরিচয় মাঝে
গেঁথেছে বারুদশেল।
তাই তো চরম মনে
দেশ পেয়েছে জয়,
জিতেছে আগস্টে
সবাধীনতার মেডেল।
        …………