ধননন্দের সেনা বুঝিলো ইহা শত্রুর ছল,
জানিতোনা সেথা লুকিয়া ছিলো ইন্দ্রের সেনাদল।
বৃষ্টি মাঝে শক্তিনগর সেনা ঠিক তখন,
কালনগর সেনার উপর করিলো আক্রমণ।
শক্তিনগর সেনার তীর কয়েক শত ,
কালনগরের অধিক সেনাকে করিলো নিহত।
বাকি কয়েক সেনা যুদ্ধ করিতে গিয়া,
নিহত হইলো ইন্দ্রের রাজ তলোয়ার দিয়া।


কালনগর সেনাদের করিয়া সংহার,
প্রেমরাজ ও চন্দ্র সেথা হইলো উদ্ধার।
কঠোর প্রহরায় তথা সেনাদল সাথে,
ইন্দ্র তাহাদের নিয়া গেলেন প্রেমনগরীতে।


ধননন্দ ভাবিলেন প্রেমনগরী দখল হইবে তবে,
সাহায্যকারী ইন্দ্রকে তিনি মারিবেন যবে।
ধননন্দ আবার পাতিলেন গুপ্তচরের জাল,
কালনগরের বিভীষিকা নাম কাশীলাল।
কাশীলাল সিদ্ধ ছিল করিতে গুপ্ত হত্যা,
ইন্দ্রকে নিহত করিতে নিয়োগ হইলো আগত্যা।