ভাটির গাঙ্গের নাইয়া তুমি
ভাটির গান গাও
যেথায় তুমি যাওনা কেন
ফিরা আইসো গাঁও ।
নাইওর যামু দিন ফুরালে
ডিঙ্গি নৌকায় চড়ে
নদীর তীরের উদোম আকাশ
দেখবো দুচোখ ভরে ।
মাস গেল বছর গেল
কেউ করেনি তালাশ
যৌতুক দিয়ে কণ্যাদানে
বাপ পেয়েছে খালাস ।
ডিঙ্গি নৌকার ছৈয়ার তলে
রাঙ্গা বধু যায়
ডিঙ্গির নাইয়া হেলে দুলে
উজান দিগন্তে বায়।
যেইনা ডিঙ্গি ভিড়ল এসে
উজান তলীর গাঁয়
উদোম উতলা বাতাস বহে
নিঝুম রাত্রির ছায়ায় ।