মসৃন ঘাসের উপর হেঁটে বেড়ায়
কুমারী ষোড়শী নারী-
পৃথিবীর তাবৎ সৌন্দর্য্য কেঁড়ে নেয়
সুডৌল বক্ষ, কালো কেশের বেণী-
থমকে দাঁড়ায় লোভী মানব ।
আশা ভঙ্গের বেদনায় আশাহত কেউ
কেউবা সফল পুজারী হয়ে-
নিত্য ভোগ করে তোমায়
দেবীর আসনে রেখে।
নারী, তুমি তো দেবী নও
মানবী, কখনো বা রাক্ষুসী
তীব্র ফণা তুলে ছোবল দাও
সৌন্দর্য্য পিয়াসী হেয়ালি মানব !
নারী, তুমি বোঝনা-
ভোগতন্ত্রের সাম্রাজ্যে মানবী কখনো
দেবীতে রূপান্তরিত হয় কি?