ডিঙ্গির নাইয়া প্রহরগুনে
নোঙ্গর ফেলে ঘাটে
ফেরারী মনে স্বপ্ন এঁকে  
দিন সাতেক তাঁর কাটে ।


গাঁও গেরামের সখীরা সব
নাইওরী'র খবর পেয়ে
ভাদর উত্সবে মেতে উঠে
নৃত্যগীতি গেয়ে ।


আলতা পায়ে নাইওরী কন্যা
এদিক ওদিক হাঁটে
হারিস মিয়া দেইক্যা কয়
আইসো পুকুর ঘাটে।


শিশির ভেজা পুকুর ঘাটে
যেইনা কন্যা যায়
প্রেমিক পুরুষ হারিস মিয়া
প্রেম খেলাতে চায় ।

পুকুর পাড়ে বনবাদাড়ে
প্রেমিক পুরুষ পেয়ে
কিশোরী বধুর পুরানো প্রেম
উথাল পাতাল করে !