মাগো তোমার দেখছি কত
আমজনতার ভক্ত
মৌসুমী আম খেলেও মা
খেওনা জনতার রক্ত।


এখন আমি সুস্থ্য আছি
তোমার মানিক রতন
ভাঙ্গা সুটকেইস রেখো সাথে  
কইর ওটার যতন ।

নির্বাসনে থেকে আমি
গবেষণায় মত্ত
দেশকে নিয়ে ভাবছি কত
দিচ্ছি নতুন তত্ত্ব !


দেখছনা মা তোমার ছেলে
পাল্টে দিচ্ছে ইতিহাস
রাজার ছেলে হয় কখনো
জলেভাসা পাতিহাঁস ?


বাঙ্গালিত্বে নেইকো আস্থা
আমি বাবার ভক্ত
তুমিই বা কম কিসে  
পাক নীতিতে শক্ত ।


রাজার মুকুট মাথায় নিয়ে
রাজহংস বেশে  
রাজ্য শাসন করতে আমি
শীঘ্রই ফিরব দেশে।


জলের কুমির ডাঙায় তুলে
নিত্য করব শাসন
দেখবে মা কেমন করে
স্থায়ী করি আসন !


হাওয়া ভিটার শপথ নিয়ে
দিচ্ছি তোমায় পণ
আইন করে বৈধ করব
রাজ্যসভায় তর্পণ ।