দিবসের সূর্য্যটা যেদিকে হেঁটে যায়
আমি ঠিক তার উল্টোদিকে
গোধূলি খুঁজে ফিরি ।
সন্ধ্যাতারা,আকাশে চাঁদ ঢাকা মেঘ
মেঘের প্রচ্ছন্ন ছায়া
কুয়াশার হিম বিষণ্ণতা এবং
সন্ধ্যায় উদোম বাতাসে উড়াউড়ি
এইসবে আমি ভীষণ আড়ষ্ট-
তাই প্রকৃতির মৌন নির্জনতায়
গোধূলি নেমে আসুক
আমি তা চাইনা।
দিবসের উত্তপ্ত কোলাহল আমাকে বেশ আলোড়িত করে।
দিবসের প্রখর রৌদ্রতায় আমি জীবনের আলো খুঁজে পাই।
আজকাল কালো নিশির গভীর নির্জনতায়
জাবর কাটা প্রাণিদের মত হরহামেশা
একই কাজে অলস সময় কাটে।
নিশাচর পেচক কণ্ঠস্বর
ভুতের অন্ধ গলি
এগুলোতো এখন আর শিহরণ নেই।
তাই সূর্য্যটা যেদিকে হেঁটে বেড়ায়
আমি ঠিক তার উল্টোদিকে
গোধূলি খুঁজে ফিরি।