শিউলীমালা খোঁপায় গেঁথে
অঙ্গে লাল শাড়ি
শখের হাঁড়ি নিয়ে কন্যা
ফিরছে শশুর বাড়ি ।


হেইয়া হো বলে নাইয়া
ধরলো ডিঙ্গির হাল
খাল পেড়িয়ে গাঙ্গে নেমে
বাঁধলো মাস্তুল-পাল ।


উজান থেকে ভাটির দেশে
চলছে স্রোত ডিঙ্গে
গোধূলিতে ফিরছে নিলয়
গাঙ চিল আর ফিঙে ।


ঝপাৎ ঝপাৎ বৈঠা টেনে
ডিঙ্গির নাইয়া গায়
ছলাৎ ছলাৎ শব্দে ডিঙ্গি
কল কলাইয়া যায় ।


নীল আকাশে সারি সারি
ভাসছে মেঘের ভেলা
শারদবুকে নৃত্য করছে
আলো-ছায়ার খেলা ।