আমাকে আর একটি দ্রোহী কাব্য দাও
ওহে কবিতাওয়ালা
যে কাব্যে জলন্ত উনুনের তপ্ত শিখায় মূর্ত
উত্তাল সমুদ্রের ফেনায়িত তরঙ্গমালা।
আমাকে আর একটি কাব্য দাও
ক্ষুধা নিবারণ করি
সময়জ্ঞানে আমি বড্ড বেশি সতর্ক
সময় দিতে আর নাহি পারি।
ওহে নিভৃত স্বপ্নচারী
স্বপ্ন দেখিয়েছ নতুন দিনের
তুমি অমিত সম্ভাবনাময় কবি
কাব্যে চাষাবাদ করে অনুর্বর মৃত্তিকায়
তুমি ফলিয়েছ পুষ্পিত নক্ষত্র-রবি।
তোমার কবিতা লেখা স্তব্দ হলে
আবার বন্দুক যুদ্ব হবে
লাল সবুজের পতাকা সহ
মানচিত্র গিলে খাবে,
নীতিভ্রষ্ট ভুতুম পেঁচক গুলো
ইতিহাসও পাল্টে দিবে।
ওহে কবিতাওয়ালা
আমাকে আর একটি কাব্য দাও।
তোমার কবিতা লেখা বন্দ্ব হলে
বঙ্গ কন্যাদের সুললিত দেহগুলো
নির্ঘাত ছিন্ন ভিন্ন হবে
চন্দ্র পৃষ্ঠের মৌলানার মুখচ্ছবি  
গ্রহ গ্রহান্তরে ছড়িয়ে দিয়ে  
ওরা আবারো অট্ট হাসিতে লুটিয়ে পড়বে।
ওহে কবিতাওয়ালা
আমাকে আর একটি কাব্য দাও
নিদেনপক্ষে একটি
স্রোতস্বী নদীর মত বহমান।