হামবুর্গের আদালতে
বিচার হলো বেশ
সমুদ্রসীমা করে জয়  
নাচছে বাংলাদেশ !


মন্ত্রী পাড়ায় হৈ চৈ
উনিশ হাজার পেয়ে
দাদা আমার নিল মাত্র
হাজার ছয় চেয়ে !


জলের নিচে তালপট্টি
শুধু অথৈ জল
মন্ত্রীরা তুলছে ঢেকুর
কোর্ট দিয়েছে বল ।


বাঁচা গেল ফাঁকা বেলুন
পড়ল দাদার ঘাড়ে !
এই জনমে জাগবেনা ওটা
বঙ্গোপসাগরের পাড়ে ।


তবু কেন পট্টি পেয়ে
হয়নি দাদা হতাশ ?
হামবুর্গ কি জানত তবে
পট্টির তলার সুবাতাস ?


একী শুনছি পট্টির নিচে
লুকিয়ে আছে গ্যাস !
হাঁদারাম'রা বলত শুধু
পট্টির নেই ব্যাস ।

তাল পট্টির তাল হারিয়ে
হাঁদারামদের দশা
নাক উঁচিয়ে দাদা বলছে
তালটা খুব রসা !


প্রেম প্রীতির ভালবাসায়
কে হারলো গো দাদা ?
দাদা হাঁকছেন
ওরে ছুকরি
আমি কৃষ্ণ তুই রাধা ।