আমার বাড়ি দড়িগাঁও
আতা গাছের ছায়া
এত ভালবাসি তারে
যেন মোর কায়া ।


চাষাবাদে সোনা ফলে
লক্ষ্ণী পেঁচার দেশ
শালিক ডাহুক কত কিছু
নেই কোনো তার শেষ !


সন্ধ্যাকাশে উড়তো বাদুর
একি মজার খেলা
আবছা-আঁধারে বসতো কত
বুনো পাখিদের মেলা ।

সাত সকালে পুকুর পাড়ে
হাটতাম সবুজ ঘাসে
মাছরাঙার ঝপাৎ শব্দ
কতইনা চোখে ভাসে ।


ডাহুক পাখির লম্বা পা
সাদা বকের ডানা
ঝোপ-ঝাড়ে ঘুরে ঘুরে
ধরতাম কত ছানা !


বাবুই পাখির বাসা ভেঙ্গে
পেতাম মজা কত
বাদুর শিকার করতে গিয়ে
খেয়েছি বকা শত !


বাড়ি আমার দড়িগাঁও
নেই কোনো তার জুড়ি
ভালবাসার শ্রাদ্ধ শেষে
হলাম দেশান্তরী ।