যদি কখনো জানতে চাওয়া হয়
ঠিকানা আমার
বলে দিও জমিন।
যদি প্রশ্ন করা হয়
কোত্থেকে এলে?
তারও জবাব দিও জমিন ।


পতিত জমিনেই আমার বসবাস।
পতিত জমিনেই আমার বিনাশ ।


তোমার ও আমার আগমন
আমার ও তোমার প্রস্থান
একই উৎস, জমিন।


সৃষ্টির আদিতে নাকি
জমাট বেঁধেছিল সব!
আবারো জমাট বাঁধবো
আমরা দু'জনেই  
একই পতিত জমিনে ।


কী এক চমত্কার মিল
আমার ও তোমাতে !