ঝপাঝপ বৃষ্টি
ধমাধম সৃষ্টি
খলনায়ক কেঁড়ে নিল
জনতার দৃষ্টি।


তাক ধিনা ধিন নৃত্যের তালে
আমজনতা হেঁসে খেলে  
বলে তাঁরা একী হলো !
ইতিহাস পাল্টে গেল?


না না, তা কী করে হয় !
আমজনতার লাগে ভয়
কোথায় আছিস ওগো তোরা?
বলিসনা ক্যান থোড়া থোড়া


হোচট খেয়ে চেতনারা
অভয় দিয়ে বলে তাঁরা
খামোশ;
আমরাই তো মূলধারা ।