জ্বলে উঠা নিশ্চিত জীবনের আলো
আর নিভু নিভু হারিকেনের শৈলতে
ক্রমশ এক হয়ে মিশে যায়
গুম হওয়া বেওয়ারিশ লাশের মতো ।
আলোকিত জীবনের মূল্য এখন
সেরদরে বিক্রি হওয়া বাতাসের মতোই অর্থহীন ।
আলো-আঁধারীর সাজানো খেলায়
বেওয়ারিশ লাশের বেহিসাবী মিছিলে
আমিও থেকে যেতে পারতাম-
ডোবা-নালা কিনবা পুকুরে
যদিও গুম হওয়া আমার একদম পছন্দ নয়।
আমি আর পারছিনা যে
বড্ড ইচ্ছে হয় আমিও গুম হয়ে যাই
কালো হরিণী চোখের ভিতর
ইচ্ছে হয় গুম হয়ে লুকিয়ে থাকি
দিগন্তের সীমানা ছাড়িয়ে
বেওয়ারিশ মেঘের কোলে।
যদিও আজকাল মেঘগুলো বড্ডবেশি শঙ্কিত
বেওয়ারিশ লাশের সংখ্যা নিয়ে ।
তবু আমার কেন এতো ভয় হয় ?