আমি প্রতিনিয়ত তোমাকেই পেতে চাই
যে প্রেম ভস্ম করেছে আমাকে ।
যদিও নীল খামের অভিমানগুলো  
খসে গিয়ে জমাট বেঁধেছে
কৃষ্ণ দেয়ালের উল্টো পিঠে ।
ফাঁকা উঠোনে দাঁড়িয়ে থাকা শূন্য হৃদয়
এক ঝলক স্নিগ্ধ বৃষ্টির অপেক্ষায়-
যদি একবার পাপ মোচন করা যায় ।
কী এক বিচ্ছিরি রকমের রাগে
কোনো এক প্রাতে
সব লণ্ডভণ্ড করে দিলে !
জানি তোমার রাগের মধ্যে লুকিয়ে ছিল
অনুরাগের নির্মোহ ছোঁয়া ।
বলো দেখি তোমায় ছাড়া আমি
কেমন করে বেঁচে থাকি ?