তখনো স্পষ্ট ভোর হয়নি।
মায়াবী আঁচলের ঘোমটা উদোম করে
কে যেন দাঁড়িয়ে!  
কাঁচ ভাঙ্গা ঝংকারের তীব্র আওয়াজ
কাঁচা রোদের ফাঁলি ফাঁলি বিষন্নতায়
নারী তুমি একা !
চেয়েছিলে ফড়িং, প্রজাপতি হয়ে
মেঘের ভেলায় চড়ে ঘুরবে!
না, তা হতে পারোনি।
হাঁসির আড়ালে লুকিয়ে থাকা বিষদাঁত
সম্রাট পুরুষতন্ত্রের শেকল
কেঁড়ে নেয় তোমার আত্মাভিমান ।
খোলস বদলিয়ে কামুক পুরুষ
অবস্থান নেয় তোমারই পাশে
রং বদলায় ভদ্রবেশে  
কখনো চড়া দামে নিলাম করে।
জেনে রেখো, ভোগতন্ত্রের সাম্রাজ্যে
নারী তুমি একা ।