যতই তুমি কাছে টানো
দূরে থাকো সম
উদাসী এই মনটারে
কেন করো নম ?


তার চেয়ে ঢের বেশি
ঘৃণা করো তবে।


হৃদে তোমার নোঙ্গর ফেলে
বেঁধেছি ঘাটে তরী
প্রেম দ্রবণে দ্রাবক হয়ে
অনলে ঘৃণা পুড়ি।


দূরে যদি থাকই তবে
দিওনা সহজে প্রেম
প্রেম কী আর শ্বেত চন্দন
বাঁধবে রঙিন ফ্রেম?