সকাল আমার ঘোরে কাটে
দুপুর বারিধারা
বিষন্ন ওই সন্ধ্যা এলে
মাতম তুলে একতারা ।


রাত্রি আমার ধূসর সাথী
পাথর চাপা বুক
ইচ্ছে হয় তোমায় দেখি
ভরে দুটো চোখ ।


নিশি রাতে মন গহনে
স্বপ্নে ছবি আঁকি
পোড় খাওয়া এই মনটারে
দিচ্ছি শুধু ফাঁকি ।


পোড়া মনে জ্বালা নিয়ে
চোখে চোখ রাখি  
রাত্রি শেষে ভোর হলে
সবই থাকে বাকি ।