এক পলক তৃপ্ত ইশারায়
লাইট পোষ্টের আবছা আলো-ছায়ায় দাঁড়িয়ে
কামার্তা নারী দ্যাখিয়ে দেয়
ঘুপচি গলিতে চেনাজানা খুপটি ।
খামচে ধরে আদিম সম্রাট পুরুষ।
রাজ্যের দলপতি বিনম্র চিত্তে বাহবা দিয়ে
লোভনীয় আঁচল-ছায়ায়
আশ্রয় দেয় তোমাকে !
নারী তুমি এতো কামার্তা কেন ?
নিশিরাতে তোমার তৃষ্ণার্ত চোখ
টকটকে লালরঙা লিপস্টিকে রাঙানো ঠোঁট
খুঁজে নেয় দুরন্ত শিকার !
কামার্তা দেহের প্রতিটি ভাঁজে
নিমিষেয়েই ডুব দিয়ে কেঁড়ে নেয়
তোমার আদিম অমৃত !
রাজ্যের দলপতি যারা তোমায়
ঘৃণা করে প্রাণভরে-
তোমার কাছে আসে তাঁরাও গোপনে।
সুখলীলায় প্রশমিত হও তুমি
রাত্রির খোরাক হয়ে বারবার ।
তৃপ্তির হাঁসিতে বিদায় দিয়ে
ভরা শরীর বিকিয়ে
গুজে নাও খাদ্য কিনার রসদ !
রমণী তোমার দেহের আগুন নিভাতে
এই কেমন কাব্যিক ভালবাসা !
তুমি দাসত্বের শৃঙ্খল মুড়িয়ে দিতে চাও
তবে কেন যৌনদাসত্ব মাথা পেতে নাও ?
যে কর্মে তুমি ব্যভিচারী
কামুক পুরুষ সেই কর্মে চরিত্রহীন নয় কেন?
অকর্ষিত-অনাবাদী জমি
পতিত জমি হয় ।
অধঃপতিত জাতি-
পতিত জাতি হয় ।
কী বিচিত্র তোমার কর্মের স্বরূপ !
নারী ভ্রষ্ট হলে পতিতা হয়
পতিতার খদ্দের পতিত নয় কেন ?