শ্রাবণ শেষে নীল আকাশে
সাদা মেঘের খেলা
নিঝুম রাতে খালের পাড়ে
ভাসছে কত ভেলা ।
নলখাগড়ার ভেলায় চড়ে
ফিরছে বাড়ি জেলে
উষালগ্নে ডাহুক-কোড়া
ধরছে ডানা মেলে ।
নিঝুম রাতের শেষ প্রহরে
প্রকৃতির এই সাজে
নিতাইগঞ্জের নাপিত পাড়ায়
শঙ্খধ্বনি বাজে ।
শ্রাবণের এই ভোরের আলোয়
মন যে পাগলপারা
পান্তাভাতের ঘোলা জলে
কৃষক দিশেহারা ।
ইচ্ছে হয় ভোরের আলোয়
বসি দূর্বাঘাসে
মেঘ-রৌদ্রের আলপনাতে
থেকো তুমি পাশে ।