প্রেম ও অনুরাগের তির্যক স্পর্শে
হঠাৎ ফুটেছিলে তুমি
নিরেট গোলাপ হয়ে-
আমার শূন্য বাস্তুভিটায়।


শুক্লা চতুর্দশী'র ঝলমলে কিরণ
আছড়ে পড়েছিল সেদিন
নরম অধর উঠোনে।


গভীর নেশায় উলঙ্গ জোনাকি'র মতো
খুঁজে নিয়েছিলে আমায়-
বিষাদে ছেয়ে যাওয়া শূন্য ভিটা
ফিরে পেয়েছিল
জোনাকির নীলাভ-সবুজ দ্যুতি ।


তারপর ?
হঠাৎ কী এক অঝোর ধারায়
অভিমানী ধারাপাত !
ভাঙনের পত্ পত্ শব্দ !


এখন বড় ইচ্ছে হয়
প্রণয়ে বেঁধে রাখি তোমায় ।