সব বিন্দু রেখাতে মিশে গিয়ে
ক্রমশ বৃত্ত হয়ে উঠে
শূন্যেরও কেন্দ্রবিন্দু থাকে
শূন্যতার গর্ভ থেকে
জন্ম নেয় এক একটি নতুন বিন্দু
গড়ে উঠে বৃত্তের চারিপাশ।
নিঃসীম শূন্যতা থেকেও
কল্পে ভেসে আসে  
আকাশদেবতা ইউরেনাস।
তবু কেন তুমিহীন জীবন
অনাসৃষ্টির দহনে
জাবর কাটে এপাশ-ওপাশ ?
রসশূন্য শুষ্ক চাটাইয়ে বসে
কষ্টের উজান ভাটিতে
আমি এখন নির্জীব অক্টোপাস !