তোমার ইচ্ছেগুলো আমাকে যত না হাঁটতে শিখিয়েছিল
প্রকৃতির নির্মম শিকারের মতোই, আমাকে
খামচে ধরেছিল ততোধিক অপ্রতিরোধ্য গতিবেগে।
বলিদানে পূণ্যলাভ, নিরহংকার ঈশ্বর তুষ্টির মতো;
আমিও সম্পূর্ণ সমর্পিত হয়েছিলাম তোমাতে।
যমদূত কর্তৃক মানুষের জীবনহরণের চেয়েও
কঠিন শাস্তি দিয়ে, নির্জীব বাঁচিয়ে রেখেছিলে আমায়;
তোমার বিশেষ প্রয়োজনে,প্রেমহীন করে।
আমার বিশুদ্ধ উপলব্ধি এখন
তুমি অদৃশ্য, অস্পৃশ্য। কারণ, তুমিই ছিলে আমার যমদূত।