হুইসেল দিতে দিতে ট্রেনটি চলে যায়
ইস্টিশন ছেড়ে সমান্তরাল পথ ধরে।
বর্ণালি সন্ধ্যায় অবসাদ ভেঙ্গে
নেমে আসে এক ঝাঁক খদ্যোত। আর
আকাশ জুড়ে সফেদ চাঁদ।
আমরা কেবল দাঁড়িয়ে থাকি মুখোমুখি
থেকে যায় হুইসেলের প্রতিধ্বনি;
ক্রমশ মিশে যায় বৃত্তাকার পৃথিবীতে।
সবাই চলে যায় কিংবা মিশে যায়
গাঢ় অন্ধকারে নির্জন পথ ধরে।
এইভাবে আমরাও মিশে যাব একদিন
নিঃশব্দে,স্বপ্নের প্রহর ভেঙ্গে চেতনাহীন ঘুমে।