ভবের রাজ্যে বিচিত্র সব মানুষ
উড়ায় কত রঙিন ফানুস !
কেউ করছে বাহাদুরি
কারো হৃদে আহাজারি
কারো মাথায় ভীম-রতি
ঠিক নেই তাঁর মতিগতি
সাতষট্টি তে হয় যে পতি !
কারো মুখে মিছরির ছুরি
সুযোগ বুঝে কাটছে ভুঁড়ি
সিন্দুক ভেঙ্গে আনছে নুড়ি
কেউ আবার ঈমানদারি
মুখে তাঁদের নকল দাঁড়ি
তাতে কি? ওরা যে সবাই বে-হিসাবী
করছে টাকা দেদার চুরি
ধরলে মারে ঝারি-ঝুরি
ল্যাং মারতে নেইকো জুড়ি
যেন গোটা রাজ্য তাঁদের বাপের ঘুড়ি-
লাটাই হাতে করবে জয়
আছে কী তাঁদের যমের ভয়?
যম যখন নাড়বে কড়া
থাকবে কী আর হুশ !
এটা তাঁরা বুঝেনা ক্যান
দম ফুরাইলে ঠুস।