ওই দেখা যায় মেঘের কোলে সপ্ত রঙের হাঁসি  
আপন মনে দূর আকাশে কে গো বাঁজায় বাঁশি !
কোন তুলিতে কে এঁকেছে দেখতে কেমন বাঁকা ,
জলের মাঝে রঙের খেলা আলোর ছায়ায় আঁকা ।


সপ্ত রঙের ঢেউয়ের তালে হারিয়ে যায় বেলা
মনের মাঝে ক্ষণিক তরে করছে রঙের খেলা ।
এইত বুঝি মিশে যাবে আলোর ভাটার টানে,
চোখের নেশা কাটছে না যে সপ্ত রঙের বানে ।

আলোর রেখা মিলিয়ে গেল নীল আকাশের বুকে
রাম ধনুরটার ঢেউয়ের ছন্দ ভাসছে শুধু চোখে।