যখন ভোর হলো
ফের এককাপ চা দিনটাকে পাল্টে দিলো
ভোরের দক্ষিণা মিষ্টি বাতাস
আর মন ভালো করা রোদ।
ক্লান্ত আবেশে তখনো নাকডাকা ঘুমে
রাতজাগা কবি;
দু'চোখ জড়ানো বোকাসোকা নেশায়
বাষ্পীভূত ফেনা
বেহুদো ধ্যানে হোঁচট খায় রাত্তির স্বপ্ন-
একুশের বইমেলা, কখনো
স্বোপার্জিত স্বাধীনতায় স্বরচিত পাঠ।
পত্নী-দেবীর খিচ-মিচ আওয়াজ
চায়ের কাপের টুংটাং শব্দ
যন্ত্রনায় কাতর ভেবাচেকা খাওয়া কবি
তখনো জেগে উঠেনি ।