তোমার যুদ্ধ আর আমার যুদ্ধ এক নয়
স্বার্থ বিলিয়ে তুমি সুখ পাও
আমি সুখ কেঁড়ে নেই
যখন এসেছিলে স্বার্থপর হয়ে
ভুল ঠিকানায়
শেষের পরে যে শুরু
আলোর ছায়া যে আঁধার
তা তুমি ভুলেই গেলে
বেঁচে থাকার কারণ তুচ্ছ নয়
বন্ধুত্বের পাগলামি, কখনো
আলতো স্পর্শের ছোঁয়া
রাত্রির মায়া জালে আটকে থাকা
রোদেলা অরণ্যে মায়া হরিণীর বিচরণ  
এ গল্প শুধুই ভালবাসার নয়
অভিমানের
যদি ভুল করে বলে ফেল
এইতো ভালবাসি
আমার জন্যে তুমি পাগল  
তোমার জন্যে শুধু অপেক্ষা আমার  
কখন প্রেম উঠবে জেগে।