কানা মিঁয়া দুধ পানে বায়না ধরে রাতে
দুধের রঙ সাদা কিনা জানা নেই তাতে।
ধলা মিঁয়া বলে ভাইরে দুধের রঙ সাদা
কানা মিঁয়া কহে তবে বুঝাও মোরে দাদা।
এখন কি করবে ধলা বুঝতে নাহি পারে
কানা মিঁয়ার ছুতো বায়না রাখতে হবে তাঁরে।
বিপদ বুঝে ধলা মিঁয়া কিনলো সারস পাখি
দুধের রঙ বুঝতে এবার থাকবে নাকো বাকি।
পাখির গতর আঁচ করে আঁৎ‌কে উঠে কানা
ধুত্তুরি যা এইতো দেখি পাখির মতো ডানা।
দুষ্টু ধলার মিষ্টি কথায় ক্ষেপে উঠে কানা
ধলা মিঁয়া কহে ভাইরে দুধ ছুঁইতে মানা।
ফন্দি এঁটে মাতাল কানা আসছে এবার তেড়ে
ধলা মিঁয়া পালিয়ে বাঁচে কানার সঙ্গ ছেড়ে।