বৃষ্টি থেমে গেলে
নিঃশব্দ কুহেলিকা খেলা করে
মেঘের ছায়ায়;
নরম ঘাসের ওপর এঁকে দেয়
স্বর্ণালী শিশির।
বিরহী পেঁচা একাকী খুঁজে বেড়ায়
প্রেয়সীর ঠোঁট। এসো
এখন আর কষ্টের কথা না বলি।
তারা ভরা আকাশে
এই নিঃশব্দ রাতে-
আমরাও শব্দ নিয়ে খেলা করি।