আমার পাশে এখন কেউ নেই
নিজের প্রতিচ্ছবি দেখে নিজেই বিব্রত আমি
এখনও নিষ্পলক চেয়ে আছে নিষ্পাপ দুটো মুখ  
সুখের কিনারা ঘেঁষে অসুখ আমায়
বারবার নিমন্ত্রণ পাঠায়
নগদ রাত্রি থেকে যায় হিসাবের খাতায়
বন্দি জীবনের ত্রুটি নেই
যা আছে সব মহত্বের লড়াই।


এই কেমন সুখ?
হাঁটছি অজানা পথে
দৃশ্যপট বদলে যায় ক্ষণে ক্ষণে
অসুখের ঘোরে এখনও ঠিকানা খুঁজি
যা পাই নিতে চাই নগদে।


অবাক বৈকি !
আমিও রোজ দেখি
বিলাতি ঘুঘুরা দলবেঁধে মিহি গানে কাব্য গাঁথে
মস্ত দোয়েল ঠোঁট দিয়ে ঘাসের আস্তরণ কাটে
তবু কেউ নেই আমার পাশে  
আমার বিবাগী-বৈরাগী মন খুঁজে ফিরে
বাংলা মাটির ধূসর গন্ধ।