হুতুম প্যাঁচা ভং ধরেছে
ভুতুম সেজে ডালে
ভয় দেখাবে আঁধার এলে
দুষ্টু মায়া জালে।
সকাল-সন্ধ্যা বাজে ঘন্টা
রাজ প্রাসাদে মন  
মনের সুখে দেশের রাজা
নাচে সারাক্ষণ ।
রাজার ঘরে ঢুকছে ব্যাঙ  
একী হলো দশা
হুতুম দ্যাখে গাছের ডালে
ভুতুম একটা বসা।
এইনা দেখে হুতুম প্যাঁচা
গেল ফেঁটে রাগে
ল্যাজ গুটিয়ে মেনী ভুতুম
এক লম্ফে ভাগে।
হুতুম-ভুতুম কাণ্ড দেখে
রাজার খসে মাল
সোনা ব্যাঙ ঘ্যাঙর ঘ্যাঙ
হাসছে ভরে গাল ।