ঘূর্ণিঝড়ের টানে ভেঙ্গে পড়বে বাড়িগুলো
আকাশ এতো ধূসর কেন
আজ তো নীল থাকারই কথা ছিল।
আবহাওয়ার পূর্বাভাস-
আজ একটি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় হবে
দানবীয় ফণা তুলে ধেয়ে আসবে উপকূলে।
আমারও কৌতূহল
সে হয়তো ভয়ঙ্কর ফণা তুলে
ধেয়ে আসছে কাছে, একেবারে কাছে।
ঘূর্ণিঝড় স্বতস্ফুর্তভাবে সৃষ্টি হতে পারে না।
সমুদ্রে বিক্ষুব্ধ পরিস্থিতি সৃষ্টি হলে
ঘূর্ণিঝড় গড়ে উঠে
লাল হয়ে উঠে সমুদ্রের মন।
ইচ্ছে হয় একটি নীল শাড়ি জড়িয়ে দেই
আকাশের গায়ে
আর কপালে সাদা টিপ
হয়তো বিভ্রান্তি কেটে যাবে
মেঘের ডানায় লেগে থাকবে নীল নকশীকাঁথা।
পূর্বাভাস ভুল থাকায় ঝড়টি অনেক দূরে সরে গেছে।