নদীর পাড়ে শীতল বাতাস,
নৌকা সারি সারি।
বাউল মাঝির সুরের ভেলায়,
পাখিদের উড়া উড়ি।


সবুজ মাঠে কৃষক হাসে,
রাখাল বাজায় বাঁশি।
মাতাল মনে গরু ছাগল,
ছুটে বেড়ায় রাশি রাশি।


শিমুল গাছে হলুদ পাখি,
করে নাচা-নাচি।
রাগ করেছে ছোট্ট বালক,
যাবে তাহার কাছাকাছি।


মাঠের পরে মাঠ চলছে,
মাটি দিয়ে গাঁথা।
গরুর গাড়ি ভনভনিয়ে,
চলছে আঁকাবাঁকা।


ছেলেমেয়ে  যাচ্ছে ছুটে,
কাঁধে বইয়ের বোঝা।
দেরি হলে মাস্টার মশাই,
দিবে আজ সাজা।


ফেরিওলার গাট্টা নিয়ে,
দেখায় বানরের খেলা।
বাচ্চারা সব ছুটে আসে,
মন যে আজ উতলা।


কি অপরূপ তাহার ধ্বনি,
বানিয়েছেন সর্বশক্তিমান ।
না জানি কতোই মধুর,
তাহার জান্নাতের ঘ্রান।