সবুজ জোয়ারে মাতাল বাতাস বয়ে যায় সোনালি মাঠে,
মৃদু আলোয় নীলাচলে তুমি একাকি নদীর ঘাটে।
নীলাকাশ তোমার নীলের মায়ায় হারিয়েছে তাহার রঙ,
পূবালী হাওয়ায় নীলাচল তোমার সুবাসে শিহোরন।


রূপ কথার মায়ায়, নীল পাখির দেখায়,
অদূরে মাঝি ভেসে আসে, তোমারি নীল মোহনায়।
মাঝি হয়ে তোমার তীরে খুজি স্বপ্নের কূল,
আচলে তোমার বকুল সুবাসে হারিয়ে খুজে ব্যাকুল।


বাতাস হয়ে দোলাবো তোমার মেঘো বরন কেশ,
কেশের ছায়ার  শস্য মেলায় গড়বো নতুন দেশ।
নীলের আচলে রাঙাবে আকাশ রবি হয়ে আমি,
আলোকিত করবো রঙিন আলোয় আকঁবো তোমারি ছবি।


ভালোবাসার রাজ্যে রানি তুমি আকাশ তোমারি নীলাচল,
সেই আকাশে চাঁদ  হয়ে ভালোবাসাবো অবিচল।


ভালোবাসার রাজ্যে  সকাল তুমি  পাখিরা তোমার টানে,
পাখির গানের সুর হয়ে ঘুরবো তোমারি মনে।
হাসবে তুমি নীলাচলে ফুটবে বাগানে ফুল,
ফুল হয়ে থাকবো আমি রাঙাতে তোমারি চুল।


কি মায়া তোর নীলাচলে গোধুলী মাখা আখি,
প্রভাত সুরে জাগাবো তোমায় হায়ে তোমারি পাখি।