মানুষের মন, মানুষেই বোঝে
না মানে জাত, ধর্ম
অসুস্থ হলে সেবা চাই, সেবা
যা হল মহৎ কর্ম ।


তৃষ্ণার্ত হলে জল চাই, জল
পানি' ও চাইতে পারেন
ওয়াটার' এও বা আপত্তি কি,
আগে তো পান করেন ।


ক্ষুধার্ত শরীরে ভাত চাই, ভাত
রাইস' ও কেউ বলেন,
তৃপ্তি ভরে এক গ্রাস মেখে
আগে তো মুখে তোলেন ।


শরীর, মন ভালবাসা চায়
মনের টানেতে চলে,
চোখের নজর, হাতের ইশারা
এগুলোই কথা বলে ।


যখন ধ্বংস সব ভূমিকম্পে
কিংবা বন্যা, খরায়
এাণ, রেসকিউ যে যাই বলুন
মানুষ' ই হাত বাড়ায় ।


তাই মুসলমান বা হিন্দু নয়
খ্রীষ্টান, শিখ ভোলো,
মানুষ তুমি এ বিশ্বজগতে
মানুষের কথা বলো ।