কত যে স্বপ্ন মনের ভিতর
দিয়ে চলে যায় উঁকি,
থেকেছি বিভোর ঘুমের ভিতর
চোখ মেলতেই টুকি ।


কখনও আমি পরিত্রাতা
গরীব লোকের কাছে,
প্রয়োজনে তার করেছি উজাড়
যা কিছু আমার আছে ।


কখনও আমি সাজাহান,
দিই বৈভবে গড়াগড়ি,
প্রিয়ার জন্য সব কিছু দিয়ে
সৌধ - মিনার গড়ি ।


কখনও আমি পাহাড় চড়ছি
করতে শৃঙ্গ জয়,
পিছিয়ে গিয়েও এগিয়ে চলি
মানছি না পরাজয় ।


মনেতে শক্তি থাক ভরপুর
স্বপ্ন করতে সফল,
শুভ চিন্তায়, শুভ কর্মে
তবেই তো মঙ্গল ।