যান্ত্রিক সভ্যতা আর যন্ত্রের কম্পন,
ছন্দের শ্মশানে কেন কাব্য আলোড়ন।
সম্পদ-স্বপ্নে ভাসে অলিখিত ভাষা,
ছন্দের আঙিনায় কাঁদে ধুলির পিপাসা।
প্রেমের ট্রাফিক জ্যামে যৌবনের ফাঁস,
নাগপাশে শিহরণের যেন রূদ্ধশ্বাস।
দৃষ্টির আকর্ষণে সারবেঁধে গদ্য দাবী হাঁকে,
চতুর যে জন সে ছন্দ ধরে রাখে।
কবিতার আসরে ছন্দের নেমন্তন্ন
কাব্যের লহরী তুলে কবিরাও ধন্য।