যেথায় আছে ধোঁয়া,ধূলার ভিড়,
যেথা আছে ফুটপাথে ফেরিওয়ালা,
পথে পথে ক্লান্ত পথিক যেথা,
সেথায় আমার হৃদয় যেতে চায়।


হাসপাতালে বেড হয়তো নেই,
সর্দি কাশির অবৈধ সংগম,
অন্ধ খোঁড়া বিকলাঙ্গের ভিড়,
তবু ও সেথা সঙ্গী খুঁজে পাই।


রাজনীতিতে রুগ্ন নীতির ব্যথা,
কাজের থেকে বেশী কথকতা,
নিয়ম বাঁধা অনুতপ্ততায়
তবু ও আমার মনটা সেথা ধায়।


রাস্তা ছেটায় কাদা ঘোলা জল,
বীজাণু বাঁচে জীবাণুদের সাথে,
প্রাণ কাঁদে যে প্রেমের বাগিচায়,
তবু সেটা আমার পরিচয়।


সেথা গাছগাছালি ফুলে ফলে ভরা,
পাখ পাখালি আপন সুরে গায়,
সন্ধ্যাবেলায় সন্ধ্যা প্রদীপ হাতে-
মা বোনেরা ঠাকুর ঘরে যায়।


যতই ছেঁড়াফাঁড়া হোক না পরিবেশ,
তবু ও আমার কবিতা আসন পাতে,
গরিবী আছে তবু ও গরীব নই,
ক্ষোভের ভিড়ে ও সেথায় যেতে চাই।