শিরোনাম -আদর্শ হীনতা
কলমে - বিন্দাস ভার্গব  

নিলামে উঠেছে দেশ ۔۔۔۔۔۔
জীবনটা আজ বিলাসিতা
নেতারা বলছে আজ ,
বুদ্ধি নিপাত যাক
সুর্পনখা আসলে সীতা |

আমরা অকিঞ্চন নেতারা জনার্দন
ধর্ম অধর্মের কথা বলি   ,
সবাই পণ্য সেজে ۔۔۔۔۔
কাকে কিনবো কে যে
ঋণের বোঝা বয়ে চলি |

জাতীয় পুজোর মত ۔۔۔۔۔
হয়ে চলে ভোট
আদর্শ বদলালেই হই একজোট ,
ধর্মের হাত ধরে হই অমায়িক
বিরুদ্ধে বললেই সাম্প্রদায়িক |

প্রতিদিন সংবাদ মাসিক বা পক্ষ
চতুর্থ স্তম্ভ নয় নিরপেক্ষ ,
মানবতার কথা আজ অমৃত  সমান
মনেতে শান্তি আনে রবিঠাকুরের গান |