শিরোনাম - আজকের কবি
কলমে - বিন্দাস ভার্গব

আমরা অহং করিি
দু কলম কালি ঘেটে ,
নিজেদের নামটা বলি
কবি নামের তকমা এটে |

কবিদের দিন চলে যে
কলমের কালির  টানে ,
কবিরা ও বোঝে এখন
প্রিবুকিং কথার মানে |

অসুখ আর ধার-দেনা তেও  
লিখে যায় মাত্রা ছাড়া ,
টাকা দিয়ে নিতেই হবে
সনদ আর গাছের চারা |

রবিবারে হয় না বাজার
কবি সভায় যাওয়ার তাড়া ,
মাইক হাতে  ছবি তোলায়
কবিরা সব পাগল পারা |

লেখাগুলো রাখবো কোথায়
সংকলন হবেই হবে
টাকা দিয়ে নাও কিনে  নাও
প্রকাশক বন্দি  রবে |

মাঝে মাঝে চলে না দিন  
বাড়ি ফিরি রাত্রি করে ,
কবিরা  অল্পে খুশি
কি হবে দুঃখ করে   |